• সিঙ্গেল চুলা ৯২৫ ডাবল ৯৭৫

    গ্যাসের দাম বাড়লো

    আব্দুল্লাহ ইবনে মাস্উদ | ০১ জুলাই ২০১৯ | ৩:০৬ পিএম

    গ্যাসের দাম বাড়লো
    apps

    সব শ্রেণীর গ্রাহকের জন্য গ্যাসের দাম বৃদ্ধি করা হয়েছে। রোববার বিকেলে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) গ্যাসের দাম বৃদ্ধির এ ঘোষণা দেয়। গড়ে সব খাতে ২২ দশমিক ৮ শতাংশ দাম বাড়ানো হয়েছে। আজ ১ জুলাই থেকে এ দাম কার্যকর হবে বলে বিইআরসির পক্ষ থেকে জানানো হয়েছে।

    বিইআরসির আদেশ অনুযায়ী, আগামী মাস থেকে আবাসিক গ্রাহকদের দুই চুলার জন্য দিতে হবে ৯৭৫ টাকা, এখন দিতে হয় ৮০০ টাকা। অর্থাৎ দুই চুলার গ্রাহকদের এখন থেকে ১৭৫ টাকা বেশি দিতে হবে। আর এক চুলার জন্য দিতে হবে ৯২৫ টাকা, এখন দিতে হয় ৭৫০ টাকা। যেসব আবাসিক গ্রাহকের মিটার আছে, আগামী মাস থেকে তাদের ক্ষেত্রে প্রতি ঘনমিটার গ্যাস ১২ টাকা ৬০ পয়সা ধার্য করা হয়েছে।
    এছাড়া যানবাহনে ব্যবহৃত সিএনজির দাম প্রতি ঘনমিটার হবে ৪৩ টাকা।

    বিইআরসির সূত্র মতে, বিদ্যুৎকেন্দ্র, ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের বিদ্যুৎ উৎপাদন (ক্যাপটিভ পাওয়ার), সার কারখানা, শিল্প, হোটেল রেস্তোরা এবং ক্ষুদ্র ও কুটিরশিল্পসহ বাণিজ্যিক, চা-বাগান প্রতিটি খাতেই গ্যাসের দাম বাড়ানো হয়েছে।

    Facebook Comments Box


    বাংলাদেশ সময়: ৩:০৬ পিএম | সোমবার, ০১ জুলাই ২০১৯

    bankbimaarthonity.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    রডের দাম বাড়ছে

    ১৩ জানুয়ারি ২০১৯

    November 2023
    S S M T W T F
     123
    45678910
    11121314151617
    18192021222324
    252627282930  
  • ফেসবুকে ব্যাংক বীমা অর্থনীতি