
বিবিএ নিউজ.নেট | রবিবার, ১৮ এপ্রিল ২০২১ | প্রিন্ট | 341 বার পঠিত
পুঁজিবাজারে তালিকাভুক্ত টেলিকমিউনিকেশন খাতের কোম্পানি গ্রামীণফোনের পর্ষদ সভা আগামীকাল অনুষ্ঠিত হবে।
প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন নিয়ে এ সভা অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।
এদিন বেলা ২টা ৩৫ মিনিটে এ সভা অনুষ্ঠিত হবে। ২০২১ হিসাব বছরের ৩১ মার্চ শেষ হওয়া কোম্পানিটির প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি তা বিনিয়োগকারীদের জন্য প্রকাশ করা হবে।
এর আগে ৩১ মার্চ ২০২০ শেষ হওয়া প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ৭ টাকা ৯২ পয়সা। আর ৩১ মার্চ ২০২০ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) ছিল ৩৬ টাকা ৩১ পয়সা।
২০২০ হিসাব বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ২৭৫ শতাংশ নগদ লভ্যাংশ দেয়। এর মধ্যে কোম্পানিটি অন্তর্বর্তীকালীন লভ্যাংশ হিসেবে ১৩০ শতাংশ এবং বছর শেষে ১৪৫ শতাংশ মিলিয়ে মোট ২৭৫ শতাংশ নগদ লভ্যাংশ দেয়।
২০২০ হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ২৭ টাকা ৫৪ পয়সা। আর ৩১ ডিসেম্বর ২০২০ শেষে শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) ছিল ৩৮ টাকা ৫৯ পয়সা।
কোম্পানিটি ২০০৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।
Posted ১২:০৭ অপরাহ্ণ | রবিবার, ১৮ এপ্রিল ২০২১
bankbimaarthonity.com | rina sristy