• গ্রিন ট্রান্সফরমেশন তহবিলের ঋণ নীতিমালা সহজ করে সার্কুলার জারি

    | ০৫ সেপ্টেম্বর ২০২১ | ৮:১২ অপরাহ্ণ

    গ্রিন ট্রান্সফরমেশন তহবিলের ঋণ নীতিমালা সহজ করে সার্কুলার জারি
    apps

    নিজস্ব প্রতিবেদক : গ্রিন ট্রান্সফরমেশন তহবিল থেকে ঋণ প্রাপ্তির ক্ষেত্রে অংশগ্রহণকারী ব্যাংক হিসেবে সরকারি ব্যাংকগুলোর কাজ করার জন্য নীতিমালা সহজ করে সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

    রোববার (৫ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ ডিপার্টমেন্ট এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।

    Progoti-Insurance-AAA.jpg

    বাংলাদেশ ব্যাংক গ্রিন ট্রান্সফরমেশন তহবিল নামে একটি অর্থায়ন তহবিল পরিচালনা করে থাকে। যেখানে ২০০ মিলিয়ন করে মার্কিন ডলার ও ইউরো রয়েছে। এ তহবিল থেকে অর্থ নিয়ে অংশগ্রহণকারী ব্যাংকগুলো রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানকে অর্থায়ন করতে পারে। গৃহীত অর্থ দ্বারা সবুজ ও পরিবেশবান্ধব উদ্যোগ গ্রহণের জন্য প্রয়োজনীয় মূলধনী যন্ত্রপাতির আমদানি ব্যয় নির্বাহ করা যায়।

    বিধিমালা অনুযায়ী, অংশগ্রহণকারী ব্যাংক হিসেবে কাজ করতে হলে সংশ্লিষ্ট ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ ১০ শতাংশের বেশি হতে পারবে না। অপরদিকে ঋণ/বিনিয়োগের জন্য সঞ্চিত মূলধন এবং তারল্য ঘাটতি থাকলে কোনো ব্যাংক অংশ গ্রহণকারী ব্যাংক হিসেবে কাজ করতে পারবে না। সার্কুলার জারির মাধ্যমে এসব নিষেধাজ্ঞা রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকের জন্য শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক।


    ব্যবসায়ীরা সার্কুলারটির প্রশংসা করে বলেন, গ্রিন ট্রান্সফরমেশন তহবিল থেকে ঋণ গ্রহণের শর্ত শিথিল করার ফলে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে যেসব রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠান ব্যবসা করে সেসব প্রতিষ্ঠান তাদের কারখানাগুলোকে এখন থেকে পরিবেশবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করতে উদ্যোগ গ্রহণে সক্ষম হবে।

    নীতিমালা শিথিল করার বিষয়ে বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা বলেন, এতে করে সহজ শর্তে এবং স্বল্প সুদে সরকারি ব্যাংকের রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলোর জন্য ঋণ পাওয়ার পথ সুগম হলো।

    Facebook Comments Box

    বাংলাদেশ সময়: ৮:১২ অপরাহ্ণ | রবিবার, ০৫ সেপ্টেম্বর ২০২১

    bankbimaarthonity.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    রডের দাম বাড়ছে

    ১৩ জানুয়ারি ২০১৯

    Archive Calendar

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
  • ফেসবুকে ব্যাংক বীমা অর্থনীতি