| মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩ | প্রিন্ট | 137 বার পঠিত
গ্লোবাল ইসলামী ব্যাংকের দশম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ মঙ্গলবার (২৫ জুলাই) ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান নিজাম চৌধুরী।
সকাল ১১টায় শুরু হওয়া বার্ষিক সাধারণ সভায় ব্যাংকের শেয়ারহোল্ডারগণ এবং পরিচালনা পর্ষদসহ সকল অংশগ্রহণকারীগণ তাদের স্বতন্ত্র পরিচিতি দিয়ে লগ-ইন করে সভায় যোগদান করেন। ভার্চুয়াল সভার কারণে প্রতিটি বিবরণী আগে থেকেই অংশগ্রহণকারী শেয়ারহোল্ডারগণকে সরবরাহ করা হয়।
বার্ষিক সাধারণ সভায় অংশগ্রহণ করেন ব্যাংকের ভাইস চেয়ারপারসন মায়মুনা খানম, পরিচালক মোহাম্মদ শাহজাহান মিয়া, ডক্টর মোহাম্মদ ফারুক, ইঞ্জিঃ শহিদুল আলম, শাহানা ফেরদৌস, আরিফ আহমেদ, বোরহানুল হাসান চৌধুরী, রোকেয়া ইয়াসমিন, সুব্রত কুমার ভৌমিক, মোহাম্মদ মোস্তান বিল্লাহ আদিল, ওয়াহিদুল আলম শেঠ, ফারজানা বেগম, মোহাম্মদ অহিদুল আলম, হাসান মনসুর স্বতন্ত্র পরিচালক হাসান ইকবাল, আহমেদ মুক্তাদির আরিফ, ডক্টর মোহাম্মদ নিজামুল হক ভূঁইয়া, ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাবিব হাসনাত ও কোম্পানির উর্ধ্বতন কর্মকর্তাসহ উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডারবৃন্দ। সভা সঞ্চালনা করেন কোম্পানি সচিব মো. মনজুর হোসেন।
সভায় বছর সমাপান্তে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ (৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক) লভ্যাংশ অনুমোদনসহ আর্থিক প্রতিবেদন, পরিচালক নির্বাচন, অডিটর নিয়োগ ও পারিশ্রমিক নির্ধারনসহ যাবতীয় আলোচ্যসূচি শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিতে অনুমোদিত হয়।
Posted ১:৩৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩
bankbimaarthonity.com | rina sristy