বিবিএনিউজ.নেট | ২১ ফেব্রুয়ারি ২০১৯ | ৬:৩৩ অপরাহ্ণ
পুরান ঢাকার চকবাজার চুড়িহাট্টায় আগুনে পুড়ে মৃতের সংখ্যা ৮১ জনে জানিয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অর্ধ-শতাধিক।
জানা যায়, ঢাকা মেডিকেল হাসপাতালের মর্গে ৬৭ জনের মরদেহ রয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত ১৫ জনের মরদেহ তাদের স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। তাদের প্রত্যেকের দাফনের জন্য জেলা প্রশাসকের পক্ষ থেকে ২০ হাজার টাকা দেওয়া হয়েছে। আর হাসপাতালের বার্ন ইউনিটে অর্ধশতাধিক চিকিৎসাধীন রয়েছেন।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার কামরুল হাসান বলেন, বুধবার রাতে লাগা আগুনের ঘটনায় আমাদের কাছে হিসাবমতে ৮১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অর্ধশত। আগুন লাগার কারণ জানতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
চকবাজার মডেল থানার ডিউটি অফিসার উপপরিদর্শক সুমী বলেন, চকবাজারে আগুন লাগার ঘটনায় এখনও কোনো মামলা হয়নি।
বাংলাদেশ সময়: ৬:৩৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২১ ফেব্রুয়ারি ২০১৯
bankbimaarthonity.com | Sajeed