• চট্টগ্রামে উপনির্বাচনে আ.লীগ প্রার্থী জয়ী

    বিবিএনিউজ.নেট | ১৪ জানুয়ারি ২০২০ | ১০:৪৭ পূর্বাহ্ণ

    চট্টগ্রামে উপনির্বাচনে আ.লীগ প্রার্থী জয়ী
    apps

    জাসদ নেতা মঈনুদ্দিন খান বাদলের মৃত্যুতে শূন্য হওয়া চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মোছলেম উদ্দিন আহমদ জয়ী হয়েছেন।

    তিনি প্রায় ৭০ হাজার ভোটের ব্যবধানে বিএনপি মনোনীত প্রার্থী আবু সুফিয়ানকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হলেন।

    Progoti-Insurance-AAA.jpg

    নৌকা প্রতীকে মোছলেম উদ্দিন পেয়েছেন ৮৭ হাজার ২৪৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবু সুফিয়ান ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১৭ হাজার ৯৩৫ ভোট।

    সোমবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শান্তিপূর্ণ ভোটগ্রহণ শেষে রাতে চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়ামে কন্ট্রোল রুম থেকে ফলাফল ঘোষণা করেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহাম্মদ হাসানুজ্জামান।


    চান্দগাঁও ও বোয়ালখালী উপজেলা নিয়ে গঠিত চট্টগ্রাম-৮ আসনে ১৭০টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়। মোট ভোটার ৪ লাখ ৭৪ হাজার ৪৮৫ জন। ভোট দিয়েছেন ১ লাখ ৮ হাজার ৫৮১ জন। মোট ভোটারের ২২ দশমিক ৯৪ শতাংশ ভোটা দিয়েছেন।

    গত বছরের ৭ নভেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান সংসদ সদস্য মঈনুদ্দীন খান বাদল।

    Facebook Comments Box

    বাংলাদেশ সময়: ১০:৪৭ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২০

    bankbimaarthonity.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    শেখ হাসিনা মিউনিখের পথে

    ১৪ ফেব্রুয়ারি ২০১৯

    Archive Calendar

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২
    ১৩১৪১৫১৬১৭১৮১৯
    ২০২১২২২৩২৪২৫২৬
    ২৭২৮২৯৩০৩১  
  • ফেসবুকে ব্যাংক বীমা অর্থনীতি