| শুক্রবার, ০১ মার্চ ২০১৯ | প্রিন্ট | 935 বার পঠিত
‘নিরাপদ ভবিষ্যতের জন্য বীমা’এ স্লোগান নিয়ে আগামী ১৫ ও ১৬ মার্চ বন্দরনগরী চট্টগ্রামে অনুষ্ঠিত হবে বীমা মেলা। বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) তৃতীয়বারের মতো এ মেলার আয়োজন করছে।
আইডিআরএর নির্বাহী পরিচালক (যুগ্ম-সচিব) খলিল আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে ২০১৬ সালে ঢাকায় এবং ২০১৭ সালে সিলেটে বীমা মেলার আয়োজন করে আইডিআরএ।
গত ডিসেম্বরে জাতীয় নির্বাচন, জানুয়ারিতে বাণিজ্য মেলা ও ফেব্রুয়ারিতে বই মেলা থাকায় ২০১৮ সালের বীমা মেলা ২০১৯ মার্চে আয়োজন করা হয়েছে। এ মেলায় মেলায় সব বীমা কোম্পানির অংশগ্রহণ বাধ্যতামূলক করার পরিকল্পনা নিয়েছে আইডিআরএ।
বন্দরনগরী চট্টগ্রামে বীমা মেলা সম্পর্কে খলিল আহমদ জানান, চট্টগ্রামের দু’দিনের মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। চট্টগ্রাম আউটার স্টেডিয়ামে এ মেলা অনুষ্ঠিত হবে।
Posted ৬:১৭ অপরাহ্ণ | শুক্রবার, ০১ মার্চ ২০১৯
bankbimaarthonity.com | Sajeed