
বিবিএনিউজ.নেট | মঙ্গলবার, ১৪ জুলাই ২০২০ | প্রিন্ট | 340 বার পঠিত
ফেডারেশনগুলোর দেয়া তালিকা অনুযায়ী করোনাভাইরাসে অসহায় হয়ে পড়া এক হাজার ক্রীড়াবিদকে ১০ হাজার টাকা করে আগেই দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেলের উদ্যোগে দেশব্যাপী অসহায় ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠক, রেফারি, কোচসহ অন্যান্য ক্রীড়া ব্যক্তিত্বকে সহায়তা করতে অর্থ মন্ত্রণালয় যে ৩ কোটি টাকা বরাদ্দ দিয়েছিল সে টাকা প্রদানও শুরু হচ্ছে এ মাসে।
জাতীয় ক্রীড়া পরিষদ সূত্রে জানা গেছে, এই অর্থ বন্টনের সব প্রক্রিয়া সম্পন্ন করেছে তারা। দেশের ৬৪ জেলা থেকে ৪৫ জন করে এবং ৮ বিভাগ থেকে ১০ জন করে ক্রীড়া ব্যক্তিত্ব পাবেন এই অর্থ। প্রত্যেককে দেয়া হবে ৭ হাজার টাকা করে। জুলাইয়ের যেকোনো দিন থেকে এ অর্থের চেক প্রদান শুরু হবে।
তবে আগামী ৫ আগস্ট শহীদ শেখ কামালের জন্মদিন পালন অনুষ্ঠানে কয়েকজনের হাতে আনুষ্ঠানিকভাবে চেক তুলে দেয়ার কথা রয়েছে জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপির। ।
এ বছর থেকে সরকারিভাবে পালন করা হবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে দেশে আধুনিক ফুটবলের রূপকার ও খেলাধুলার উন্নয়নে অনবদ্য ভূমিকা রাখা শহীদ শেখ কামালের জন্মদিন।
এই সহায়তা কার্যক্রমে কর্মহীন ও অসচ্ছল ক্রীড়া সাংবাদিকরাও পাচ্ছেন অর্থ। তবে সে সহায়তা কারা পাবেন জাতীয় ক্রীড়া পরিষদ তা নির্বাচন করেনি। দেশের ক্রীড়া সাংবাদিকদের তিনটি সংগঠনকে জাতীয় ক্রীড়া পরিষদ সাড়ে ৯ লাখ টাকা দিচ্ছে। সংস্থাগুলো নিজেদের মতো করে কর্মহীন ও অসচ্ছল ক্রীড়া সাংবাদিকদের মধ্যে টাকা বন্টন করবে।
ক্রীড়া সাংবাদিকদের তিন সংগঠনকে যে সাড়ে ৯ লাখ টাকা প্রদান করা হচ্ছে তার মধ্যে ৪ লাখ টাকা বরাদ্দ বাংলাদেশে স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ), ৩ লাখ টাকা বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (বিএসজেএ) এবং ২ লাখ ৫০ হাজার টাকা বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট কমিউনিটির (বিএসজেসি) জন্য।
Posted ৩:১৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৪ জুলাই ২০২০
bankbimaarthonity.com | Sajeed