বিবিএনিউজ.নেট | বুধবার, ০৪ মার্চ ২০২০ | প্রিন্ট | 366 বার পঠিত
চারদিনের ব্যাংকার-এসএমই নারী উদ্যোক্তা সমাবেশ ও পণ্য প্রদর্শনী মেলা শুরু হবে আগামীকাল বৃহস্পতিবার। চলবে রোববার পর্যন্ত।
‘নারীবান্ধব ব্যাংকিং ব্যবস্থায়, উন্নয়ন অংশীদারিত্ব হবে সমান সমান’- স্লোগানে এই মেলার আয়োজন করছে বাংলাদেশ ব্যাংক।
রাজধানীর মিরপুরে অবস্থিত বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমির এ. কে. এন. আহমেদ মিলনায়তনে ওইদিন সকালে মেলার উদ্বোধন করবেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।
এতে উপস্থিত থাকবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, পরিকল্পনা কমিশনের সদস্য (সিনিয়র সচিব) ড. শামসুল আলম, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস. এম. মনিরুজ্জামান এবং সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীরা।
বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্সর মহাব্যবস্থাপক জি. এম. আবুল কালাম আজাদ বলেন, মেলার আয়োজন করা হয়েছে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট চত্বরে। মেলায় সারাদেশের নারী উদ্যোক্তাদের তৈরি পণ্য প্রদর্শন ও বিক্রি করা হবে।
Posted ১২:১০ অপরাহ্ণ | বুধবার, ০৪ মার্চ ২০২০
bankbimaarthonity.com | Sajeed