নিজস্ব প্রতিবেদক | বুধবার, ১৫ এপ্রিল ২০২০ | প্রিন্ট | 400 বার পঠিত
রাজধানীর মগবাজারের ইনসাফ বারাকা কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের চিকিৎসক,নার্সসহ ১৩ জন কর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর জের ধরে হাসপাতালটি লকডাউন ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) হাসপাতালটি লকডাউন করা হয় বলে জানিয়েছেন হাতিরঝিল থানার পরিদর্শক (অপারেশন) গোলাম আজম।
হাসপাতালটির জনসংযোগ কর্মকর্তা মো. সোহরাব আকন্দ বলেন, হাসপাতালের জরুরি বিভাগে সর্দি-জ্বর-কাশির রোগীদের চিকিৎসা দেওয়া হতো। ওই বিভাগের দুই চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হন। পরে নার্স ও কয়েকজন কর্মীর টেস্ট করলে তাদেরও করোনা ধরা পড়ে।
Posted ২:১০ অপরাহ্ণ | বুধবার, ১৫ এপ্রিল ২০২০
bankbimaarthonity.com | saimun zidne