
বিবিএনিউজ.নেট | শনিবার, ২৭ জুন ২০২০ | প্রিন্ট | 338 বার পঠিত
স্বনামধন্য চীনা ব্যবসায়ী এবং অনলাইনভিত্তিক ব্যবসা প্রতিষ্ঠান আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা আর চীনের শীর্ষ ধনী নন। তাকে টপকে বিশ্বের দ্বিতীয় বৃহৎ অর্থনীতির দেশ চীনের সবচেয়ে ধনী ব্যাক্তির স্থানটি দখল করেছেন টেনচ্যান্ট হোল্ডিংস লিমিটেডের পোনি মা। তার সম্পত্তির পরিমাণ এখন প্রায় ৫০ বিলিয়ন ডলার।
ব্লুমবার্গ বিলিয়ন ইনডেস্কে দেওয়া সবশেষ আর্থিক হিসাবে, বিশ্বের শীর্ষ ধনীর তালিকায় ২১তম অবস্থানে থাকা জ্যাক মার সম্পতি ৫১২ মিলিয়ন কমে ৪৭ দশমিক ২ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। বিপরীতে বিশ্বের শীর্ষ ধনীর তালিকায় ১৯তম অবস্থানে থাকা পোনি মার মোট সম্পত্তির পরিমাণ এখন ৪৯ দশমিক ৪ বিলিয়ন ডলার।
পোনি মার টেনচ্যান্ট মূলত একটি কম্পিউটার গেম নির্মাতা প্রতিষ্ঠান। ২০১৮ সালে টেনচ্যান্টকে নতুন অনলাইন গেম তৈরি করতে নিষেধ করে চীন সরকার। কিন্তু করোনা মহামারির সময় অনলাইন গেমের চাহিদা বৃদ্ধি পায়। লকডাউনে ঘরবন্দি মানুষ অনলাইন গেম খেলে সময় কাটানোয় কোম্পানিটির মুনাফা বেড়েছে।
এছাড়া সম্প্রতি টেনচ্যান্ট হোল্ডিংস লিমিটেডের শেয়ারের দামও বাড়ে। চীনের সবচেয়ে দামি কোম্পানি হিসেবে আলিবাবাকে টপকে ওই সংস্থা উঠে আসে এক নম্বরে।
এদিকে চীনের শীর্ষ ধনীর তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছেন পিনডুওডুও নামে এক শপিং অ্যাপ সংস্থার মালিক ৪০ বছর বয়সী কলিন হুয়াং। তার সম্পত্তির পরিমাণ এখন ৪৪ দশমিক ৬ বিলিয়ন ডলার। ব্লুমবার্গ বিলিয়ন ইনডেস্কে বিশ্বের শীর্ষ ধনীর তালিকায় জ্যাক মার দুই ধাপ পড়ে ২৩তম অবস্থান তার।
গত বছর পিনডুওডুও কোম্পানির মূল্য বেড়েছে তিনগুণ। রোববার তা জ্যাক মা-র আলিবাবাকেও ছাড়িয়ে যায়। ফোর্বস ম্যাগাজিনের রিয়েল টাইম বিলিওনেয়ার্স ইনডেক্সে দেখা যায়, গত শুক্রবার কলিন হুয়াং-এর পিনডুওডুও সংস্থার শেয়ারের দাম ছয় শতাংশ বেড়ে নাসড্যাকে তা ৮৭ দশমিক ৫৮ ডলার পর্যন্ত উঠেছিল।
Posted ১২:৪০ অপরাহ্ণ | শনিবার, ২৭ জুন ২০২০
bankbimaarthonity.com | Sajeed