| শনিবার, ০৯ ফেব্রুয়ারি ২০১৯ | প্রিন্ট | 936 বার পঠিত
একটি দৃশ্যে মেহজাবীন ও অপূর্ব২০১৭ সালের অন্যতম আলোচিত জুটি হয়েছিলেন জিয়াউল ফারুক অপূর্ব ও মেহজাবীন চৌধুরী। কারণটা ছিল ‘বড় ছেলে’ নামের নাটক।
তুমুল প্রশংসিত হওয়া এ জুটি এবার কাজ করলেন ‘ড্রিমগার্ল’ নামের টেলিছবিতে। যেখানে খানিক অন্যরকমভাবে দেখা যাবে মেহজাবীনকে। এতে তিনি হাজির হবেন হিজাব ও বোরকা পরে।
মজার বিষয় হলো, ‘ড্রিমগার্ল’-এর গল্প ভাবনাটি অপূর্ব নিজেই করেছেন। তারই গল্প থেকে এর চিত্রনাট্য তৈরি করেছেন প্রীতি দত্ত আর পরিচালনায় আছেন বি ইউ শুভ।
গল্প প্রসঙ্গে নির্মাতা জানান, একটি হাডুডু খেলাকে কেন্দ্র করে টেলিছবির গল্পটি তৈরি। ধনীর কন্যা মেহজাবীন এই খেলার ফাইনালে হাজির হন বাবার সাথে। তার বাবা এই টুর্নামেন্ট স্পন্সর করেন। খেলার দিনেই অপূর্বের সাথে চোখাচোখি, এরপর প্রেম।
আরেকটি দৃশ্যে ভিন্ন গেটআপে মেহজাবীন চৌধুরীকিন্তু সেই প্রেমে বাধা হয়ে দাঁড়ায় মেহজাবীনের বাবা। এমনই এক গল্পে আবর্তিত ‘ড্রিমগার্ল’। তখনই মেহজাবীন ধরেন ছদ্মবেশ।
Posted ৫:৪৪ অপরাহ্ণ | শনিবার, ০৯ ফেব্রুয়ারি ২০১৯
bankbimaarthonity.com | Sajeed