বিবিএনিউজ.নেট | সোমবার, ১৫ জুন ২০২০ | প্রিন্ট | 367 বার পঠিত
কোভিড-১৯ পরিস্থিতিতে বাংলাদেশের অর্থনৈতিক পুনরুদ্ধার, অভ্যন্তরীণ বিনিয়োগ নিয়ে গার্ডিয়ান লাইফ চ্যানেল আইয়ের সহযোগিতায় “গার্ডিয়ান লাইফ বাজেট বিশ্লেষণ” শীর্ষক একটি বাজেটসংক্রান্ত আলোচনা অনুষ্ঠান আয়োজন করেছে। অনুষ্ঠানটি চ্যানেল আইয়ের পর্দায় এবং ফেসবুক পেজে ১১ জুন থেকে প্রতিদিন বিকাল ৫:৩০ থেকে ৬:০০টায় প্রচারিত হচ্ছে। চলবে ১৬ জুন পর্যন্ত।
২০২০ সালের শুরু থেকেই কোভিড-১৯-এর কারণে গত কয়েক বছরে অর্জিত আর্থ-সামাজিক অগ্রগতি বজায় রাখা সম্ভব হবে কিনা তা নিয়ে সন্দেহ ছিল। ইতিমধ্যে কোভিড -১৯-এর প্রভাবস্বরূপ অর্থনৈতিক মন্দা, চাকরি হ্রাস এবং দারিদ্র্য বৃদ্ধির মতো সমস্যার সম্মুখীন হতে হয়েছে।
সংকট নিরসন ও সমাধানে বাংলাদেশ সরকার ইতিমধ্যে বেশ কয়েকটি প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। শিগগিরই সরকার এই পরিস্থিতিতেই জুন ২০২০-এর মধ্যে পরবর্তী অর্থবছরের জন্য (২০২০-২০২১) বাজেট ঘোষণা করবে।
আর তাই কোভিড-১৯ চলাকালীন বাংলাদেশের বাজেট সম্পর্কে আলোচনার জন্য এই প্রোগ্রামটির আয়োজন করা হয়েছে যাতে বিশিষ্ট অর্থনীতিবিদ, আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং আরও অনেকে সমন্বিত রয়েছেন।
Posted ৪:০৯ অপরাহ্ণ | সোমবার, ১৫ জুন ২০২০
bankbimaarthonity.com | Sajeed