| সোমবার, ১৪ অক্টোবর ২০২৪ | প্রিন্ট | 23 বার পঠিত
শেয়ারবাজারে তালিকাভুক্ত ছয় কোম্পানির বোর্ড সভার তারিখ নির্ধারণ করা হয়েছে। কোম্পানি ছয়টি হলো- প্রিমিয়ার সিমেন্ট, রহিমা ফুড, এস্কয়ার নিট কম্পোজিট, লাভেলো আইসক্রিম, আইডিএলসি ফাইন্যান্স এবং প্রাইম লাইফ ইন্স্যুরেন্স। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলোর মধ্যে- প্রিমিয়ার সিমেন্টের ২০ অক্টোবর, বিকাল ৫টায়, রহিমা ফুডের ২৭ অক্টোবর বিকাল ৪টায়, এস্কয়ার নিট কম্পোজিটের ২৬ অক্টোবর, বিকাল ৩টায়, লাভেলো আইসক্রিমের ২০ অক্টোবর, বিকাল সাড়ে ৩টায়, আইডিএলসি ফাইন্যান্সের ২০ অক্টোবর বিকাল আড়াইটায় এবং প্রাইম লাইফ ইন্স্যুরেন্সের বোর্ড সভা ১৬ অক্টোবর, বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে।
কোম্পানিগুলোর মধ্যে প্রিমিয়ার সিমেন্ট, রহিমা ফুড ও এস্কয়ার নিট কম্পোজিটের বোর্ড সভায় ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হতে পারে। আর লাভেলো আইসক্রিম, আইডিএলসি ফাইন্যান্স এবং প্রাইম লাইফ ইন্স্যুরেন্সের বোর্ড সভায় ৩০ সেপ্টেম্বর, ২০২৪ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা প্রকাশ করা হবে।
Posted ১২:৫১ অপরাহ্ণ | সোমবার, ১৪ অক্টোবর ২০২৪
bankbimaarthonity.com | saed khan