বিবিএনিউজ.নেট | বুধবার, ২৭ ফেব্রুয়ারি ২০১৯ | প্রিন্ট | 935 বার পঠিত
মো. শহীদুল ইসলাম সম্প্রতি মহাব্যবস্থাপক (জিএম) হিসেবে পদোন্নতি লাভ করে জনতা ব্যাংকের প্রধান কার্যালয়ে যোগদান করেছেন। এর আগে তিনি একই ব্যাংকের প্রধান কার্যালয়ের আইসিটি ডিপার্টমেন্টে (সিস্টেম) উপমহাব্যবস্থাপক হিসেবে ছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিংয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী শহীদুল ইসলাম ১৯৮৮ সালে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স রিক্রুটমেন্ট কমিটির তত্ত্বাবধানে পরিচালিত নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে জনতা ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে যোগদান করেন।
৩০ বছরের কর্মজীবনে তিনি ব্যাংকটির প্রধান কার্যালয়ের আইসিটি, কোম্পানি অ্যাফেয়ার্স, রিসার্চ প্ল্যানিং অ্যান্ড স্ট্যাটিস্টিকস ডিপার্টমেন্ট, একাধিক আঞ্চলিক কার্যালয় ও শাখার ব্যবস্থাপক এবং এরিয়া প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি দেশ-বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ, কর্মশালা ও সেমিনারে অংশগ্রহণ করেন।
Posted ৩:০০ অপরাহ্ণ | বুধবার, ২৭ ফেব্রুয়ারি ২০১৯
bankbimaarthonity.com | Sajeed