নিজস্ব প্রতিবেদক | ১১ জানুয়ারি ২০২২ | ৭:৫৪ অপরাহ্ণ
রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক হিসেবে যোগদান করেছেন সাবেক অতিরিক্ত সচিব রুবীনা আমীন।
মঙ্গলবার (১১জানুয়ারি) ব্যাংকের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
রুবীনা আমীন বিসিএস পরীক্ষার মাধ্যমে ১৯৮৮ সালে সহকারী কমিশনার হিসেবে যোগদান করেন। তিনি ঢাকা বিভাগীয় কমিশনারের সহকারি সচিব, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সিনিয়র সহকারি সচিব, উপ সচিব এবং অতিরিক্ত সচিব হিসেবে অত্যন্ত দক্ষতা, সততা, নিষ্ঠা ও সুনামের সাথে দায়িত্ব পালন করেন।
রুবীনা আমীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়ো কেমিস্ট্রি বিভাগ থেকে ১৯৮৫ সালে স্নাতক এবং ১৯৮৭ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
বাংলাদেশ সময়: ৭:৫৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ১১ জানুয়ারি ২০২২
bankbimaarthonity.com | rina sristy