• শ্রেষ্ঠ চলচ্চিত্র গ্রিন বুক, শ্রেষ্ঠ অভিনেত্রী অলিভিয়া কোলম্যান

    জমকালো আয়োজনে অস্কার ২০১৯ প্রদান

    বিবিএনিউজ.নেট | ২৫ ফেব্রুয়ারি ২০১৯ | ১:২৬ অপরাহ্ণ

    জমকালো আয়োজনে অস্কার ২০১৯ প্রদান
    apps

    মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস-এ চলতি বছরের অ্যাকাডেমি অ্যাওয়ার্ড ঘোষণা করা হয়েছে। এ পুরষ্কারটি অস্কার পুরষ্কার হিসেবে বিশ্বজুড়ে স্বীকৃত।

    শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে গ্রিন বুক। অন্যদিকে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন ব্রিটিশ অভিনেত্রী অলিভিয়া কোলম্যান।

    Progoti-Insurance-AAA.jpg

    দ্য ফেভারিট চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি এ পুরস্কার পান।


    অস্কার পুরস্কার হাতে ব্রিটিশ অভিনেত্রী অলিভিয়া কোলম্যান

    নাম ঘোষণার পর তিনি যখন মঞ্চে বক্তব্য দিতে আসেন, তখন তিনি নিজের বিস্ময় চেপে রাখতে পারেননি। মঞ্চে উঠে তিনি আনন্দাশ্রু ধরে রাখতে পারছিলেন না।

    কোনোরকম চোখের জল সংবরণ করে অলিভিয়া কোলম্যান বলেন, ” এটা হাস্যকর। আমি অস্কার পেয়েছি!”

     

    এর আগে টাইটানিক চলচ্চিত্রে অভিনয়ের জন্য ২০০৯ সালে ১ম ব্রিটিশ অভিনেত্রী হিসেবে অস্কার জিতেছিলেন কেট উইন্সলেট।

    পুরষ্কার হাতে রামি মালেক

    এছাড়া বোহেমিয়ান র‍্যাপসোডি চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ অভিনেতার পুরষ্কার জিতে নিয়েছেন রামি মালেক।

    বিখ্যাত ব্রিটিশ রক ব্যান্ড কুইন নিয়ে নির্মিত চলচ্চিত্র বোহেমিয়ান র‍্যাপসোডি এবারের অস্কারে সবচেয়ে বেশি শাখায় পুরস্কৃত হয়েছে। মোট চারটি ক্যাটাগরিতে পুরস্কার পায় এ চলচ্চিত্রটি। রাগিনা কিংস, শ্রেষ্ঠ সহ-অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন।

    এছাড়া ব্ল্যাক প্যানথার, গ্রিন বুক এবং রোমা চলচ্চিত্র তিনটি শাখায় পুরস্কার পেয়েছে।

    শ্রেষ্ঠ বিদেশি চলচ্চিত্র হয়েছে রোমা। একই চলচ্চিত্রের জন্য সেরা পরিচালকের পুরস্কার জিতেছেন মেক্সিকোর আলফনসো কুয়ারান।

    আলফনসো কুয়ারোন, রোমা চলচ্চিত্রের জন্য তিনটি পুরস্কার হাতে

    দ্য একাডেমি অব মোশন পিকচার আর্টস এন্ড সায়েন্সেস এবার তাদের পুরস্কার প্রদানের ক্ষেত্রে বড় ধরনের বৈচিত্র্য এনেছে।

    সমালোচনা ছিল, অস্কার পুরস্কারে শ্বেতাঙ্গদের নিরঙ্কুশ প্রাধান্য থাকে।

     

    কিন্তু এবারের পুরস্কার সে সমালোচনা থেকে বেরিয়ে আসার চেষ্টা করেছে।

    অস্কার পুরস্কার হাতে লেডি গাগা

    এক নজরে ৯১তম অস্কারে সেরাদের তালিকা

    সিনেমা: গ্রিন বুক
    অভিনেতা: রামি মালেক (বোহেমিয়ান র‌্যাপসোডি)
    অভিনেত্রী: অলিভিয়া কোলম্যান (দ্য ফেভারিট)
    পার্শ্ব-অভিনেত্রী: রেজিনা কিং (ইফ বিয়েলে স্ট্রিট কুড টক)
    পার্শ্ব-অভিনেতা: মাহেরশালা আলী (গ্রিন বুক)
    পরিচালক: আলফোনসো কুয়ারন (রোমা)
    চিত্রনাট্য (মৌলিক): গ্রিন বুক
    চিত্রনাট্য (অ্যাডাপ্টেড): ব্ল্যাকক্ল্যান্সম্যান
    বিদেশি ভাষার সিনেমা: রোমা
    অ্যানিমেটেড সিনেমা: স্পাইডার-ম্যান: ইনটু দ্য স্পাইডার-ভার্স
    স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেটেড সিনেমা: বাও
    প্রামাণ্যচিত্র: ফ্রি সলো
    স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র: পিরিয়ড. এন্ড অব সেনটেন্স
    চিত্রগ্রহণ: আলফনসো কুয়ারন (রোমা)
    রূপ ও চুলসজ্জা: ভাইস
    মৌলিক সুর: ব্ল্যাক প্যান্থার
    মৌলিক গান: শ্যালো
    সম্পাদনা: বোহেমিয়ান র‌্যাপসোডি
    শিল্প নির্দেশনা: ব্ল্যাক প্যান্থার
    স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র: স্কিন
    শব্দ সম্পাদনা: বোহেমিয়ান র‌্যাপসোডি
    শব্দমিশ্রণ: বোহেমিয়ান র‌্যাপসোডি
    ভিজ্যুয়াল ইফেক্টস: ফার্স্ট ম্যান
    পোশাক পরিকল্পনা: ব্ল্যাক প্যান্থার

    সূত্র: বিবিসি বাংলা

    Facebook Comments Box

    বাংলাদেশ সময়: ১:২৬ অপরাহ্ণ | সোমবার, ২৫ ফেব্রুয়ারি ২০১৯

    bankbimaarthonity.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    Archive Calendar

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
  • ফেসবুকে ব্যাংক বীমা অর্থনীতি