নিজস্ব প্রতিবেদক | ০৪ আগস্ট ২০২০ | ৬:২৬ অপরাহ্ণ
অতিরিক্ত ১০৪.২৪ ডেসিমেল জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালনা পর্ষদ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটির জমি কিনতে মোট ৪ কোটি ৮৬ লাখ ৪৫ হাজার ৩৩৩ টাকা ব্যয় হবে। প্রতি ৩০ ডেসিমেল জমিতে কোম্পানির ১ কোটি ৪০ লাখ টাকা ব্যয় হবে।
জমি কিনতে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ রেজিস্ট্রেশন এবং ট্যাক্স, ভ্যাটসহ সব খরচ নিজে বহন করবে।
এই জমিটি নারায়নগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার কাঁচপুর ইউনিয়নে অবস্থিত।
কোম্পানিটি আরও জানায়, জমির বিস্তারিত বর্ণনা কোম্পানির ওয়েবসাইটে আপলোড করা হয়েছে।
বাংলাদেশ সময়: ৬:২৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২০
bankbimaarthonity.com | saed khan