বিজ্ঞপ্তি | রবিবার, ২৩ জুন ২০২৪ | প্রিন্ট | 87 বার পঠিত
জাপানের টোকিওতে ওরিয়েন্টাল লাইফ ইন্সুরেন্স কালচারাল ডেভলপমেন্ট সেন্টারের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ওলিস ২০২৪ স্প্রিং শীর্ষক এক সেমিনার। এই সেমিনারের মূল বিষয় ছিল ‘জীবন বীমার বিপনন’। বাংলাদেশ থেকে লাইফ বীমা কোম্পানির ৩ কর্মকর্তা এই সেমিনারে অংশ নেন।
ট্রাস্ট ইসলামী লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দিন, প্রগতি লাইফের স্বাস্থ্য বীমা বিভাগের প্রধান মো. কাওসার হোসেন এবং ট্রাস্ট ইসলামী লাইফের উপ-ব্যবস্থাপনা পরিচালক জেসমিন আক্তার সম্প্রতি অনুষ্ঠিত এই সেমিনারে অংশগ্রহণ করেন।
সেমিনারে মোহাম্মদ গিয়াস উদ্দিন এবং মো. কাওসার হোসেন বাংলাদেশের জীবন বীমার বিক্রয় প্রবণতা নিয়ে আলোচনা করেন। এই সেমিনারে বিভিন্ন দেশের প্রায় ৩২ জন অংশগ্রহন করেন। তারা বাংলাদেশের জীবন বীমা শিল্পের বিভিন্ন বিষয় নিয়ে জানতে চান। মো. কাওসার হোসেন এসব প্রশ্নের ব্যাখা প্রদান করেন। তিনি বাংলাদেশের বীমা শিল্পের সামগ্রিক অগ্রগতি এবং নিয়ন্ত্রণকারি সংস্থার অসামান্য অবদানের কথা সবার সামনে তুলে ধরেন।- বিজ্ঞপ্তি
Posted ৮:৪৬ অপরাহ্ণ | রবিবার, ২৩ জুন ২০২৪
bankbimaarthonity.com | rina sristy