অর্থনীতি ডেস্ক | রবিবার, ১৭ ফেব্রুয়ারি ২০১৯ | প্রিন্ট | 916 বার পঠিত
এ বছরের জুন-জুলাইয়ে ইলেকট্রিক আর্ক ফার্নেস কোয়ান্টাম মেথডে জিপিএইচ ইস্পাতের সম্প্রসারিত প্লান্ট উৎপাদনে যাবে। এতে করে জিপিএইচ ইস্পাত গ্লোবাল ব্র্যান্ডে পরিণত হবে।
বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রাম ক্লাবে ২০১৮ সালের নিবেদিত কর্মের স্বীকৃতি প্রদান অনুষ্ঠানে জিপিএইচ গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ জাহাঙ্গীর আলম এসব কথা বলেন।
তিনি আরো বলেন, কর্মক্ষেত্রে প্রধান অ্যাকসেসরিজ হচ্ছে আত্মবিশ্বাস। তা ছাড়া কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তার চিন্তা মাথায় রাখতে হবে। তিনি প্রশিক্ষণ নিয়ে আধুনিক প্রযুক্তির সঙ্গে তথ্যসমৃদ্ধ থেকে পেশায় ধাপে ধাপে পদোন্নতি করার পরামর্শ দেন। অনুষ্ঠানে জিপিএইচ ইস্পাতের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলমাস শিমুল উপস্থিত ছিলেন।
Posted ৪:১৫ অপরাহ্ণ | রবিবার, ১৭ ফেব্রুয়ারি ২০১৯
bankbimaarthonity.com | Sajeed