নিজস্ব প্রতিবেদক | ১৫ জুন ২০২১ | ৭:২৭ অপরাহ্ণ
জিরো কুপন বন্ড ইস্যু করবে পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স করপোরেশন লিমিটেড (ডিবিএইচ)। আর এর মাধ্যমে প্রতিষ্ঠানটি ৩০০ কোটি টাকার তহবিল সংগ্রহ করবে।
আজ মঙ্গলবার (১৪ জুন) অনুষ্ঠিত ডিবিএইচের পরিচালনা পর্ষদের সভায় বন্ড ইস্যু সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ডিবিএইচ সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা যায়, আলোচিত বন্ডের মেয়াদ হবে ৪ বছর। নির্ধারিত মেয়াদের পর এই বন্ডের অবসায়ন ঘটবে। বন্ড শেয়ারে রূপান্তরযোগ্য নয় (নন কনভার্টিবল)। প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এই বন্ডের ইউনিট বরাদ্দ করা হবে।
সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থাসমূহের অনুমোদন সাপেক্ষে আলোচিত বন্ড ইস্যু করা হবে।
বাংলাদেশ সময়: ৭:২৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৫ জুন ২০২১
bankbimaarthonity.com | saed khan