রবিবার ৮ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

জীবন বীমা কোম্পানির সার্বিক পরিস্থিতি নিয়ে বিআইএ’র বৈঠক

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২৮ মে ২০২২   |   প্রিন্ট   |   182 বার পঠিত

জীবন বীমা কোম্পানির সার্বিক পরিস্থিতি নিয়ে বিআইএ’র বৈঠক

জীবন বীমা কোম্পানিগুলোর বর্তমান অবস্থা এবং এ খাতের বিভিন্ন সমস্যা নিয়ে বৈঠক করেছে বীমা মালিকদের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ)। বৃহস্পতিবার (২৬ মে) বিকেলে রাজধানীর ঢাকা ক্লাবে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বিআইএ’র প্রেসিডেন্ট শেখ কবির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র চেয়ারম্যান ড. এম মোশাররফ হোসেন। সংগঠনটির সেক্রেটারি জেনারেল নিশীথ কুমার সরকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জীবন বীমা কোম্পানিগুলোর চেয়ারম্যান ও মুখ্য নির্বাহী কর্মকর্তাদের উপস্থিতে বিআইএ’র প্রেসিডেন্ট শেখ কবির হোসেন বৈঠকে ইউএমপি পদ্ধতি অধিকতর কার্যকরী করার এবং ইউএমপি চার্জ হ্রাস করার প্রস্তাব দেন। একইসঙ্গে তিনি বীমা শিল্পের উন্নয়নে সকলকে দায়িত্বশীলভাবে কাজ করার আহবান জানান।

অনুষ্ঠানের প্রধান অতিথি আইডিআরএ চেয়ারম্যান ড. এম মোশাররফ হোসেন বীমা গ্রাহকদের দাবি দ্রুত পরিশোধ করার ওপর গুরুত্বারোপ করেন। তামাদি পলিসি হ্রাসে তিনি আইডিআরএ’র বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। কয়েক মাসের মধ্যেই ব্যাংকাস্যুরেন্স পদ্ধতি চালু করা যাবে বলেও তিনি আশ্বাস দেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আইডিআরএ’র সদস্য মইনুল ইসলাম ও মো. দলিল উদ্দিন; বিআইএ’র প্রথম ভাইস প্রেসিডেন্ট নাসির উদ্দিন আহমেদ (পাভেল); ইউনিয়ন ইন্স্যুরেন্সের চেয়ারম্যান মোজাফ্ফর হোসেন পল্টু; বেষ্ট লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান মেজর জেনারেল আব্দুল হাফিজ মলিক, পিএসসি (অব.); মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমেদ; রূপালী ইন্স্যুরেন্সের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কুদ্দুস;

জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান ফরিদুন্নাহার লাইলী; ডায়মন্ড লাইফ ইন্স্যুরেন্সের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইসহাক আলী খান পান্না, সন্ধানী লইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান মজিবুল ইসলাম পান্না; আলফা লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান আলমগীর শামসুল আলামিন; চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান শাইখ সিরাজ; বেঙ্গল লাইফ ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. মোহাবত উল্লাহ; বিআইএ’র নির্বাহী কমিটির সদস্য, বিআইএফ;’র প্রেসিডেন্ট ও পপুলার লাইফ ইন্স্যুরেন্সের সিইও বি এম ইউসুফ আলী, বিআইএ’র নির্বাহী কমিটির সদস্য প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকতা মো. জালালুল আজিম; বিআইএ’র টেকনিক্যাল কমিটির সদস্য, বিআইএফ’র জয়েন্ট সেক্রেটারি ও জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান প্রমূখ।

এছাড়াও অন্যান্য লাইফ বীমা কোম্পানির চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মুখ্য নির্বাহী কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ৫:৫৪ অপরাহ্ণ | শনিবার, ২৮ মে ২০২২

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।