বিবিএনিউজ.নেট | সোমবার, ১৩ মে ২০১৯ | প্রিন্ট | 608 বার পঠিত
জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মূখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে এসএম নুরুজ্জামানের নিয়োগ অনুমোদন করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) । ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত ৩ বছরের জন্য এ নিয়োগ অনুমোদন দেয়া হয়েছে। রোববার এ সংক্রান্ত চিঠি বীমা কোম্পানিটিকে পাঠিয়েছে নিয়ন্ত্রক সংস্থা।
এসএম নুরুজ্জামান জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে চলতি দায়িত্ব পালন করে আসছিলেন। ২০১৩ সালের ১ নভেম্বর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজিং ডাইরেক্টর হিসেবে তিনি কোম্পানিটিতে যোগদান করেন। এরপর ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর এবং অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর পদে পদোন্নতি পান। অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর থাকাকালে তিনি কোম্পানিটির সিইও’র চলতি দায়িত্ব পান।
মেঘনা লাইফ ইন্স্যুরেন্সে যোগদানের মাধ্যমে বীমা শিল্পে পেশাগত জীবন শুরু করেন এসএম নুরুজ্জামান। পরবর্তীতে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দীর্ঘ এক যুগ সফলতা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন। এ সময় তিনি কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালকের চলতি দায়িত্বও পালন করেন। এরপর তিনি বায়রা লাইফ ইন্স্যুরেন্সে ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর উন্নয়ন প্রশাসন পদে কর্মরত ছিলেন।
Posted ১২:৪০ অপরাহ্ণ | সোমবার, ১৩ মে ২০১৯
bankbimaarthonity.com | Sajeed