
নিজস্ব প্রতিবেদক: | বুধবার, ০৫ এপ্রিল ২০২৩ | প্রিন্ট | 90 বার পঠিত
শেয়ারবাজারে তালিকাভুক্ত জেমিনি সি ফুডসকে শোকজ করেছে দেশের প্রধান শেয়ারবাজার বলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই)। অস্বাভাবিক হারে দর বাড়ার কারণে কোম্পানিটিকে শোকজ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, বেশ কিছু দিন ধরে কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে কোম্পানি কর্তৃপক্ষের কাছে একটি তদন্ত নোটিশ পাঠিয়েছে ডিএসই। এর প্রেক্ষিতে কোম্পানির পক্ষ থেকে সম্প্রতি জানানো হয়েছে, অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই তাদের শেয়ার দর এভাবে বাড়ছে।
বাজার পর্যবেক্ষনে দেখা যায়, ডিএসইতে গত ২৮ মার্চ কোম্পানিটির শেয়ার দর ছিল ৪৫৬ টাকা ৭০ পয়সা। ৪ এপ্রিল কোম্পানিটির শেয়ার দর ৬১৮ টাকা ৬০ পয়সায় উন্নীত হয়।
এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।
Posted ১২:০৬ অপরাহ্ণ | বুধবার, ০৫ এপ্রিল ২০২৩
bankbimaarthonity.com | saed khan