বিবিএনিউজ.নেট | ০৩ জানুয়ারি ২০২০ | ১০:১০ পূর্বাহ্ণ
পৌষের মাঝামাঝি সময়ে বৃষ্টিতে ভিজছে রাজধানী শহর। বৃহস্পতিবার দিনগত রাত থেকেই শুরু হয়েছে হালকা বৃষ্টি। যা অব্যাহত রয়েছে আজ শুক্রবারও।
চলমান বৃষ্টিতে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ ডিগ্রি সেলসিয়াস। তবে আগামী ৫ জানুয়ারির পর থেকে সারাদেশে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
আবহাওয়াবিদ মনোয়ার হোসেন বলেন, আগামীকাল শনিবার পর্যন্ত ঢাকাসহ সারাদেশে বৃষ্টি হতে পারে।
শৈত্যপ্রবাহের ব্যাপারে তিনি বলেন, আগামী ৫ জানুয়ারির পর থেকে দেশের অধিকাংশ স্থানেই শৈত্যপ্রবাহ শুরু হতে পারে।
এদিকে বৃষ্টিতে ভোগান্তিতে পড়তে হচ্ছে জীবিকার টানে বের হওয়া সাধারণ মানুষকে। আজ শুক্রবার সকাল থেকেই ঢাকার রাস্তা বের হয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
জীবিকার টানে এই শীত-বৃষ্টিতেও রিকশা নিয়ে বের হয়েছেন চালকরা। তাদেরই একজন বলেন, আকাশ দেখে মনে হচ্ছে এখন আষাঢ় মাস। সকালে থেকেই আকাশ কালো হয়ে আসছিল।
হিজল জোবায়ের নামে এক ব্যক্তি বলেন, বৃহস্পতিবার রাত থেকেই বৃষ্টি শুরু হয়েছে। পৌষের মাঝে এমন বৃষ্টি শীতের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে।
বাংলাদেশ সময়: ১০:১০ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২০
bankbimaarthonity.com | Sajeed