
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ১২ ফেব্রুয়ারি ২০১৯ | প্রিন্ট | 952 বার পঠিত
তিন কোটি টাকা আত্মসাতের মামলায় উত্তরা ব্যাংকের ব্যবস্থাপক মো. রোকোনুজ্জামানসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার এই চার্জশিট অনুমোদন দেওয়া হয়।
চার্জশিটভুক্ত অন্য দুই আসামি হলেন উত্তরা ব্যাংকের নারায়ণগঞ্জ শাখার সাবেক হেড ক্যাশিয়ার মুক্তার হোসেন ও দ্বিতীয় কর্মকর্তা নিজামউদ্দিন।
২০১৪ সালের ১৬ মে আন্তঃব্যাংকিং রেমিট্যান্সের তিন কোটি টাকা আত্মসাতের অভিযোগে নারায়ণগঞ্জ থানায় মামলাটি দায়ের করা হয়।
Posted ৬:২৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ১২ ফেব্রুয়ারি ২০১৯
bankbimaarthonity.com | Sajeed