
বিবিএ নিউজ.নেট | বুধবার, ১৮ আগস্ট ২০২১ | প্রিন্ট | 254 বার পঠিত
পুজিবাজারে টানা উত্থানের পর আজ বুধবার (১৮ আগস্ট) কিছুটা পতন হয়েছে। এদিন প্রধান প্রধান সূচক কমেছে। একই সঙ্গে কমেছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। টাকার পরিমাণে লেনদেন কিছুটা কমলেও দুই হাজার টাকার বেশি হয়েছে।
ডিএসইতে আজ ২ হাজার ৪৬৫ কোটি ৫৩ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ২০৭ কোটি ৯৬ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ২ হাজার ৬৭৩ কোটি ৪৯ লাখ টাকার।
আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৫.৩১ পয়েন্ট কমে দাঁড়ায় ছয় হাজার ৭৭১.৮৪ পয়েন্টে। আজ ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ২.৭৭ পয়েন্ট কমে দাঁড়ায় এক হাজার ৪৬৬.২৫ পয়েন্টে। তবে ডিএসই-৩০ সূচক ৪.৬৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ৪২৬.৮২ পয়েন্টে।
ডিএসইতে আজ ৩৭৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৩৮টির বা ৩৬.৯০ শতাংশের, শেয়ার দর কমেছে ২১৬টির বা ৫৭.৭৫ শতাংশের এবং ২০টির বা ৫.৩৫ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৭.৬৯ পয়েন্ট কমে দাঁড়ায় ১৯ হাজার ৭৪০.৬৫ পয়েন্টে।
সিএসইতে আজ ৩২৮টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৩১টির দর বেড়েছে, কমেছে ১৭৩টির আর ২৪টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৯২ কোটি ৪২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
Posted ৫:২৪ অপরাহ্ণ | বুধবার, ১৮ আগস্ট ২০২১
bankbimaarthonity.com | rina sristy