• টানা উত্থান শেষে নিম্নমুখী সূচক

    বিবিএ নিউজ.নেট | ১৮ মে ২০২১ | ৩:৪৬ অপরাহ্ণ

    টানা উত্থান শেষে নিম্নমুখী সূচক
    apps

    ঈদুল ফিতর পরবর্তী দুই কার্যদিবস উত্থানের পর আজ তৃতীয় কার্যদিবসে পতন হয়েছে পুঁজিবাজারে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব সূচক কমেছে। সূচকের সঙ্গে কমেছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। তবে লেনদেন ১ হাজার ৭০০ কোটি টাকা ছাড়িয়েছে।

    আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১০.৮৫ পয়েন্ট কমে দাঁড়ায় ৫ হাজার ৮২৯.২৩ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৩.৯৫ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৪.৪৯ পয়েন্ট কমে দাঁড়ায় যথাক্রমে ১ হাজার ২৮১.১৩ পয়েন্টে এবং ২ হাজার ১৯৪.৭৯ পয়েন্টে।

    Progoti-Insurance-AAA.jpg

    আজ ডিএসইতে ১ হাজার ৭১৯ কোটি ৬৩ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১৮৫ কোটি ১ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ৫৩৪ কোটি ৬২ লাখ টাকার।

    ডিএসইতেআজ ৩৬৫টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে ১০৩টির বা ২৮.২১ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। শেয়ার দর কমেছে ২১৫টির বা ৫৮.৯০ শতাংশের এবং বাকি ৪৭টির বা ১২.৮৮ তাংশের দর অপরিবর্তিত রয়েছে।


    অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৮.৪২ পয়েন্ট কমে দাঁড়ায় ১৬ হাজার ৮৯৪.১৬ পয়েন্টে।

    সিএসইতে আজ ২৮৯টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৮৯টির দর বেড়েছে, কমেছে ১৬৮টির আর ৩২টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৬০ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

    Facebook Comments Box

    বাংলাদেশ সময়: ৩:৪৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৮ মে ২০২১

    bankbimaarthonity.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    Archive Calendar

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
  • ফেসবুকে ব্যাংক বীমা অর্থনীতি