
বিবিএ নিউজ.নেট | রবিবার, ২৯ আগস্ট ২০২১ | প্রিন্ট | 318 বার পঠিত
পুঁজিবাজারে আজ রোববারও (২৯ আগস্ট) পতনে শেষ হয়েছে লেনদেন। গত সপ্তাহের শেষ দুই কার্য দিবসসহ মোট তিন কার্য দিবস পতন হয়েছে সূচক। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব সূচক কমেছে। একই সঙ্গে কমেছে টাকার অঙ্কে লেনদেন এবং বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর।
আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৭.৭১ পয়েন্ট কমে দাঁড়ায় ছয় হাজার ৮২৩.৬০ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ২.৯৪ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৯.৯৪ পয়েন্ট কমে দাঁড়ায় যথাক্রমে এক হাজার ৪৮৪.২৫ পয়েন্টে এবং দুই হাজার ৪৪৩.৪৮ পয়েন্টে।
ডিএসইতে আজ ১ হাজার ৮৪৬ কোটি ৮৯ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৩৮০ কোটি ৭৫ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ২ হাজার ২২৭ কোটি ৬৪ লাখ টাকার।
ডিএসইতে আজ ৩৭৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৩১টির বা ৩৪.৯৩ শতাংশের, শেয়ার দর কমেছে ২১৫টির বা ৫৭.৩৩ শতাংশের এবং ২৯টির বা ৭.৭৪ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৮৬.৩৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৯ হাজার ৮৪৪.২৯ পয়েন্টে।
সিএসইতে আজ ৩১৭টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১০১টির দর বেড়েছে, কমেছে ১৮৬টির আর ৩০টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৮২ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
Posted ৪:৩২ অপরাহ্ণ | রবিবার, ২৯ আগস্ট ২০২১
bankbimaarthonity.com | rina sristy