নিজস্ব প্রতিবেদক | সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট | 69 বার পঠিত
পুঁজিবাজারে বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানি এমজেএল বাংলাদেশ পিএলসির সহযোগী প্রতিষ্ঠান ওমেরা পেট্রোলিয়াম লিমিটেড ফরাসি কোম্পানি টোটালগ্যাসের বাংলাদেশের ব্যবসা অধিগ্রহণ করছে। যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত কোম্পানি প্রিমিয়ার এলপি গ্যাস লিমিটেড দেশে টোটালগ্যাসের ব্যানারে ব্যবসা পরিচালনা করছে। ওমেরা পেট্রোলিয়াম সম্প্রতি প্রিমিয়ার এলপি গ্যাসের প্রায় শতভাগ শেয়ার কিনে নেওয়ার জন্য প্রতিষ্ঠানটির সঙ্গে একটি চুক্তি করেছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুসারে, ৩২ মিলিয়ন ডলারে প্রিমিয়ার এলপি গ্যাসের ৯৯.৯৮ শতাংশ শেয়ার কিনবে ওমেরা পেট্রোলিয়াম। স্থানীয় মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় প্রায় ৩৯০ কোটি টাকা। এই ৩২ মিলিয়ন ডলারের মধ্যে ১৯ মিলিয়ন ডলার ব্যয় হবে প্রিমিয়ার এলপি গ্যাস লিমিটেডের শেয়ার কেনায়, যার আওতায় থাকবে কোম্পানিটির সব স্থাবর-অস্থাবর সম্পদ। অন্যদিকে কোম্পানিটির ব্যাংক ঋণসহ অন্যান্য দায় নিজের কাঁধে তুলে নেবে ওমেরা পেট্রোলিয়াম, যা পরিশোধ করতে ব্যয় হবে ১৩ মিলিয়ন ডলার।
ওমেরা পেট্রোলিয়াম জানিয়েছে, বর্তমানে কোম্পানিটি বাংলাদেশের গ্যাসের বাজারে বড় স্টেকহোল্ডার। টোটালগ্যাস তথা প্রিমিয়ার এলপি গ্যাস লিমিটেডকে অধিগ্রহণ করার পর কোম্পানিটির মার্কেট শেয়ার বেড়ে ২২ শতাংশ থেকে ২৭ শতাংশে উন্নীত হবে।
Posted ২:৪০ অপরাহ্ণ | সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫
bankbimaarthonity.com | rina sristy