বিবিএ নিউজ.নেট | ১২ জানুয়ারি ২০২১ | ৩:২৭ অপরাহ্ণ
যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে হামলার ঘটনার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ করেছে টুইটার। তারই ধারাবাহিকতায় এবার তার ৭০ হাজারের বেশি সমর্থকের অ্যাকাউন্টও বন্ধ করে দিল মাইক্রো ব্লগিং সাইটটি।
ট্রাম্পের উগ্রবাদী সমর্থকরা কিউঅ্যাননের সঙ্গে জড়িত থাকায় স্থানীয় সময় সোমবার টুইটার এক ঘোষণায় এ কথা জানায়।
‘কিউঅ্যানন’ হলো উগ্র দক্ষিণপন্থী একটি তত্ত্ব। এ মতবাদ ষড়যন্ত্র তত্ত্বের পাশাপাশি সংঘটিত সহিংস ঘটনাকে সমর্থন করে।
গত বুধবার ট্রাম্পের শত শত উগ্র সমর্থক মার্কিন যুক্তরাষ্ট্রের আইন সভা ভবন ক্যাপিটল হিলে হামলা চালায়।
ব্লগপোস্টে টুইটার জানায়, গত শুক্রবার বিকাল থেকে কিউঅ্যাননের বার্তা শেয়ার করায় কয়েক হাজার অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ করা শুরু করে টুইটার। ওয়াশিংটন ডিসিতে সহিংস হামলার ঘটনা ও আরও বিপদের আশঙ্কায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার থেকে ৭০ হাজারেরও বেশি অ্যাকাউন্ট বন্ধ করা শুরু করে এই সামাজিক যোগাযোগ মাধ্যমটি। এগুলোর মধ্যে এক ব্যক্তি অনেক অ্যাকাউন্ট পরিচালনা করেন, এমন অ্যাকাউন্টও আছে।
এর আগে গত ৮ জানুয়ারি ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ করার ঘোষণা দেয় টুইটার কর্তৃপক্ষ।
বাংলাদেশ সময়: ৩:২৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ১২ জানুয়ারি ২০২১
bankbimaarthonity.com | rina sristy