| ২৫ জানুয়ারি ২০২৩ | ৬:২৮ অপরাহ্ণ
ট্রাস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্সের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন করেছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
আজ বুধবার ৮৫৩ তম কমিশন সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন দেওয়া হয়েছে। বিএসইসির নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
জানা যায়, কাম্পানিটি ফিক্সড প্রাইস পদ্ধতির আইপিওর মাধ্যমে শেয়ারবাজারে ১ কোটি ৬০ লাখ শেয়ার ইস্যু করে ১৬ কোটি টাকা উত্তোলন করছে। উত্তোলিত অর্থ সরকারি সিকিউরিটিজে বিনিয়োগ, মেয়াদি আমানত, শেয়ারবাজারে বিনিয়োগ ও আইপিওর ব্যয় বাবদ ব্যবহার করবে।
কোম্পানিটির ইস্যু ম্যানেজারের দায়িত্বে রয়েছে বিএমএসএল ইনভেস্টমেন্ট লিমিটেড।
উল্লেখ্য, শেয়ারবাজারে তালিকাভুক্তির পূর্বে কোম্পানির কোন প্রকার ডিভিডেন্ড অনুমোদন, ঘোষণা বা বিতরন করতে পারবেনা।
বাংলাদেশ সময়: ৬:২৮ অপরাহ্ণ | বুধবার, ২৫ জানুয়ারি ২০২৩
bankbimaarthonity.com | saed khan