| শনিবার, ০২ ফেব্রুয়ারি ২০১৯ | প্রিন্ট | 1041 বার পঠিত
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) নবম বিশেষ সাধারণ সভা (ইজিএম) ও ৫৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গত বৃহস্পতিবার রাজধানীর নিকুঞ্জের ডিএসই টাওয়ারের মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ডিএসইর চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল হাশেম।
এ সময় আরো উপস্থিত ছিলেন ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক কেএএম মাজেদুর রহমান, স্বতন্ত্র পরিচালক বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া, মনোয়ারা হাকিম আলী, ওয়ালিউল ইসলাম, ড. মো. কায়কোবাদ, অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান, শেয়ারহোল্ডার পরিচালক মো. রকিবুর রহমান, শরীফ আতাউর রহমান, মো. হানিফ ভূইয়া, মিনহাজ মান্নান ইমন ও কৌশলগত বিনিয়োগকারীর প্রতিনিধি শি ওয়েনহাই।
এজিএমে ৩০ জুন সমাপ্ত ২০১৮ হিসাব বছরে ডিএসইর পরিচালকমণ্ডলীর প্রতিবেদন, নিরীক্ষকের প্রতিবেদন, নিরীক্ষিত আর্থিক বিবরণীসহ পরিচালনা পর্ষদের সুপারিশকৃত ৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেন শেয়ারহোল্ডাররা।
Posted ২:৫৫ অপরাহ্ণ | শনিবার, ০২ ফেব্রুয়ারি ২০১৯
bankbimaarthonity.com | Sajeed