
| মঙ্গলবার, ১৩ মে ২০২৫ | প্রিন্ট | 69 বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের তৃতীয় কার্যদিবস, মঙ্গলবার (১৩ মে), ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সামগ্রিকভাবে দরপতনের প্রাধান্য থাকলেও, কিছু কোম্পানির শেয়ারদরে উত্থান দেখা গেছে। ডিএসইর তথ্য অনুযায়ী, আজকের লেনদেনে অংশ নেওয়া ৩৯৮টি কোম্পানির মধ্যে ৫৪টির শেয়ার ও ইউনিটের দর বেড়েছে।
দরবৃদ্ধির তালিকায় শীর্ষে রয়েছে ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড। কোম্পানিটির ইউনিটদর বেড়েছে ৩০ পয়সা বা ৮.১১ শতাংশ। ফলে আজকের দরবৃদ্ধির শীর্ষে স্থান পেয়েছে এই মিউচুয়াল ফান্ডটি।
দ্বিতীয় অবস্থানে রয়েছে সিটি জেনারেল ইন্সুরেন্স। কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ২ টাকা ৩০ পয়সা বা ৭.৪২ শতাংশ।
তৃতীয় অবস্থানে থাকা জাহিন টেক্সটাইল-এর শেয়ারদর বেড়েছে ৩০ পয়সা বা ৬.৯৮ শতাংশ।
এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ন্যাশনাল ফিড মিল ৬.৮৬ শতাংশ, প্রিমিয়ার লিজিং ৬.৬৭ শতাংশ, মেঘনা কনডেন্সড মিল্ক ৫.৮৩ শতাংশ, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড ৩.৯৪ শতাংশ, ইস্টার্ন লুব্রিক্যান্ট ৩.৩৫ শতাংশ , বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স ৩.৩১ শতাংশ ও ফারইস্টফাইন্যান্স ২.৯৪ শতাংশ দর বেড়েছে।
Posted ৪:৪১ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৩ মে ২০২৫
bankbimaarthonity.com | saed khan