বিবিএ নিউজ ডেস্ক: | ১৯ ডিসেম্বর ২০২০ | ১:২৫ অপরাহ্ণ
বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের মূল্য সূচকের উত্থান হয়েছে। আলোচ্য সপ্তাহে ডিএসইতে দৈনিক গড় লেনদেন বেড়েছে ৯.৬২ শতাংশ। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন দুই বেড়েছে। ডিএসই ও সিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য পাওয়া যায়।
আলোচ্য সপ্তাহে ডিএসইতে মোট ৪ কার্যদিবস লেনদেন হয়েছে। এই সময়ে দৈনিক গড়ে ৯১৪ কোটি ৯৫ লাখ ৭৩ হাজার ১০৪ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে ডিএসইতে গড়ে প্রতিদিন ৮৩৪ কোটি ৬৮ লাখ ২৪ হাজার ৭৬৭ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে প্রতিদিন ৮০ কোটি ২৭ লাখ টাকার বা ৯.৬২ শতাংশ লেনদেন বেড়েছে।
আলোচ্য সপ্তাহে ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ কমেছে। গত সপ্তাহে ডিএসইতে ৩ হাজার ৬৫৯ কোটি ৮২ লাখ ৯২ হাজার ৪১৪ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৪ হাজার ১৭৩ কোটি ৪১ লাখ ২৩ হাজার টাকার শেয়ার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ৫১৩ কোটি ৫৮ লাখ ৩১ হাজার টাকার বা ১২ দশমিক ৩১ শতাংশ।
সপ্তাহ শেষে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স অবস্থান করে ৫ হাজার ১০৮ দশমিক ০৪ পয়েন্ট। সপ্তাহের শুরুতে সূচকটির অবস্থান ছিল ৫ হাজার ৯৪ দশমিক ৬৬ পয়েন্টে। সপ্তাহের ব্যবধানে সূচক বেড়েছে ১৩ দশমিক ৩৭ পয়েন্ট বা দশমিক ২৬ শতাংশ। ডিএসইর সেরা ৩০ কোম্পানির সূচক ডিএসই-৩০ এক সপ্তাহের ব্যবধানে ১ হাজার ৭৭৫ দশমিক ১৬ পয়েন্ট থেকে ১ হাজার ৭৯৮ দশমিক ৬২ পয়েন্টে উঠে আসে।
অন্যদিকে ডিএসই শরীয়াহ সূচক ডিএসইএস এক হাজার ১৬৯.৫৩ পয়েন্ট থেকে বেড়ে হয়েছে এক হাজার ১৮০ দশমিক ০৯ পয়েন্টে উঠে আসে।আলোচিত সপ্তাহে ডিএসইতে ৩৬৫টি কোম্পানির শেয়ার কেনাবেচা হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১১৫টির বা ৩১ দশমিক ৫০ শতাংশ কোম্পানির। আর ৪৯ দশমিক ৮৬ শতাংশ বা ১৮২টি কোম্পানির শেয়ারের দাম কমেছে। এ সময়ে ৬৫টি কোম্পানির শেয়ারের দাম ছিল অপরিবর্তিত। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আলোচ্য সপ্তাহে ২১৩ কোটি ৫২ লাখ ৭৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ডিএসই সার্বিক সূচক বেড়েছে দশমিক ৪৬ শতাংশ।
বিবিএ/আরএ
বাংলাদেশ সময়: ১:২৫ অপরাহ্ণ | শনিবার, ১৯ ডিসেম্বর ২০২০
bankbimaarthonity.com | Sajeed