নিজস্ব প্রতিবেদক: | সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩ | প্রিন্ট | 149 বার পঠিত
আজ ২৫ সেপ্টেম্বর ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ
করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেডের। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।
এদিন লিগ্যাসি ফুটওয়্যারের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৩ টাকা ৫০ পয়সা বা ৪.৩১ শতাংশ। ফলে দর পতনের শীর্ষে রয়েছে কোম্পানিটি।
দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ট্রাস্ট ইসলামী লাইফ ইন্সুন্সের শেয়ারদর কমেছে ৩.৪৭ শতাংশ। আর ৩.০১ শতাংশ শেয়ারদর কমায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে মিরাকল ইন্ডাস্ট্রিজ।
এদিন ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- প্যারামাউন্ট ইন্সুরেন্স, এ্যাপেক্স স্পিনিং, প্রগতি লাইফ ইন্সুরেন্স, পিওনির ইন্সুরেন্স, ইনট্রাকো রিফুয়েলিং, জিকিউ বলপেন এবং রিলায়ান্স ইন্সুরেন্স লিমিটেড।
Posted ৫:৩৯ অপরাহ্ণ | সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩
bankbimaarthonity.com | saed khan