| সোমবার, ১৯ আগস্ট ২০২৪ | প্রিন্ট | 44 বার পঠিত
অস্বাভাবিক হারে দর বাড়ার কারণে শেয়ারবাজারের কোম্পানি ইসলামিক ফাইন্যান্ড অ্যান্ড ইনভেস্টমেন্টকে শোকজ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
শেয়ার দর বাড়ার কারণে সম্প্রতি ডিএসই কোম্পানিটির কাছে এর কারণ জানতে চেয়ে চিঠি পাঠায়। ডিএসইর চিঠির জবাবে গত ১৪ আগস্ট কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের কোম্পানির শেয়ার দর এভাবে বাড়ার পেছনে কোন কারণ বা মূল্য সংবেদনশীল তথ্য নেই।
উল্লেখ্য, গত ৪ আগস্ট কোম্পানিটির শেয়ার দর ছিল ৮.৩০ টাকা। আর ১৫ আগস্ট কোম্পানিটির শেয়ার দর বেড়ে দাঁড়ায় ১৬.২০ টাকায়। অর্থাৎ এই ৮ কর্মদিবসে কোম্পানিটির শেয়ার দর ৭.৯০ টাকা বা ৯৫ শতাংশ বেড়েছে।
Posted ৪:৪৭ অপরাহ্ণ | সোমবার, ১৯ আগস্ট ২০২৪
bankbimaarthonity.com | saed khan