• ডিজিটাল পদ্ধতিতে লেনদেন করতে সিএসই’র মোবাইল অ্যাপ

    নিজস্ব প্রতিবেদক | ০৬ জুলাই ২০২১ | ১০:২৫ পূর্বাহ্ণ

    ডিজিটাল পদ্ধতিতে লেনদেন করতে সিএসই’র মোবাইল অ্যাপ
    apps

    কোভিড-১৯ মহামারিকালে বিনিয়োগকারীদের নিরাপদে থেকে ডিজিটাল পদ্ধতিতে লেনদেন করার সুযোগ করে দিতে ‘চিত্রা’ নামে মোবাইল অ্যাপলিকেশন (অ্যাপ) চালু করেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)।

    এই মোবাইল অ্যাপ বিনামূল্যে যে কোনো বিনিয়োগকারী ব্যবহার করতে পারবেন। সোমবার সিএসই থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    Progoti-Insurance-AAA.jpg

    এতে বলা হয়েছে, দেশজুড়ে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি রোধে গত বৃহস্পতিবার (১ জুলাই) থেকে পরবর্তী সাত দিনের জন্য সর্বাত্মক লকডাউন শুরু হয়েছে, যা ইতিমধ্যে ১৪ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে। এ সময় পুঁজিবাজার খোলা এবং লেনদেন হচ্ছে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।

    গত ৩০ জুন এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ নির্দেশনা অনুযায়ী শুধু ডিজিটাল পদ্ধতিতে লেনদেন চালু থাকবে এবং কোনো বিনিয়োগকারী সশরীরে কোনো প্রতিষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন না।


    এতে বলা হয়েছে, কোভিড-১৯ মহামারিকালে যে কোনো বিনিয়োগকারী নিরাপদ স্থানে অবস্থান করে ডিজিটাল পদ্ধতিতে তার ট্রেডিং কার্যক্রম পরিচালনা করতে পারবেন। সেক্ষেত্রে সিএসই’র ইন্টারনেট ট্রেডিং সিস্টেম (আইটিএস) এবং মোবাইল অ্যাপলিকেশন চিত্রা হলো সহায়ক অ্যাপস।

    এতে আরও বলা হয়েছে, বিনিয়োগকারীরা সিএসই স্টক ব্রোকারের মাধ্যমে রেজিস্ট্রেশন করে www.bangladeshstockmarket.com অথবা www.bangladeshstockmarket.com -লিংক এর মাধ্যমে অনলাইন ট্রেডিং সম্পন্ন করতে পারবেন।

    এছাড়া মোবাইল অ্যাপ ’চিত্রা’ গুগল প্লে স্টোর থেকে বিনামূল্যে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন।

    সিএসই বলছে, সিএসই’র আইটিএস ফ্যাসিলিটি এবং মোবাইল অ্যাপলিকেশন ’চিত্রা’ হলো বিনিয়োগকারীদের জন্য নিরবচ্ছিন্ন ট্রেডিং সুবিধাসম্পন্ন ডিজিটাল প্লাটফর্ম। এই প্লাটফর্মগুলোর মাধ্যমে দ্রুত এবং বাস্তব সময়ে ট্রেডিং বা লেনদেন নিশ্চিত করা সম্ভব।

    বিনিয়োগকারীরা সিএসই’র ওয়েবসাইট ভিজিট করেও ইন্টারনেট ট্রেডিং সিস্টেম (আইটিএস) এবং মোবাইল অ্যাপলিকেশন ‘চিত্রা’ সম্বন্ধে বিস্তারিত জানতে পারবেন।

    Facebook Comments Box

    বাংলাদেশ সময়: ১০:২৫ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৬ জুলাই ২০২১

    bankbimaarthonity.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    Archive Calendar

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
  • ফেসবুকে ব্যাংক বীমা অর্থনীতি