বিবিএনিউজ.নেট | ২০ জুলাই ২০২০ | ৪:৩৬ অপরাহ্ণ
বীমা সেক্টরে প্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল প্লাটফর্মে ১৫ জুলাই বার্ষিক সাধারণ সভা করায় বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানিকে সম্মাননা প্রদান করলো ক্যাপিটাল মার্কেট ডেভেলপমেন্ট অ্যান্ড রিসার্চ ফেরাম।
প্রতিষ্ঠানের পক্ষে আজ সোমবার এ সম্মাননা গ্রহণ করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আহমেদ সাইফুদ্দীন চৌধুরী মিন্টু। এ সময় উপস্থিত ছিলেন ফোরামের প্রেসিডেন্ট গোলাম ফারুক ও সেক্রেটারি জেনারেল মোহাম্মাদ মুনীরুজ্জামান। ভার্চুয়ালে উপস্থিত ছিলেন কোম্পানির চেয়ারম্যান তওহিদ সামাদ।
সম্মাননা গ্রহণ করে কোম্পানির এমডি ও সিইও বলেন, ভার্চুয়াল এজিএমের জন্য সম্মাননা পাওয়ায় এক্ষেত্রে ভবিষ্যতে বিনিয়োগকারীদের জন্য আমাদের দায়িত্ব আরো বেড়ে গেল।
কোম্পানির চেয়ারম্যান ভার্চুয়াল বক্তব্যে বলেন, আজকের এ সম্মাননা পাওয়ার কৃতিত্ব আমার একার নয়, এটা বিজিআইসি পরিবারসহ বীমা সেক্টরের জন্য গর্বের। ভবিষ্যতে এ সেক্টরের অন্যান্য কোম্পানিও একই পথে চলবে বলে আমি মনে করি।
এ সম্মাননা প্রদান করার জন্য সংগঠনের সকলকে ধন্যবাদ জানান।
বাংলাদেশ সময়: ৪:৩৬ অপরাহ্ণ | সোমবার, ২০ জুলাই ২০২০
bankbimaarthonity.com | Sajeed