নিজস্ব প্রতিবেদক | ১৪ জুলাই ২০২১ | ১১:৪৬ অপরাহ্ণ
সংশ্লিষ্ট ইউনিটহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে শান্তা অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড পরিচালিত শান্তা ফার্স্ট ইনকাম ইউনিট ফান্ড। আজ বুধবার (১৪ জুলাই) অনুষ্ঠিত ফান্ডের ট্রাস্টি কমিটির সভায় এ ঘোষণা দেয়া হয়। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, ৩০ জুন, ২০২১ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট সর্বশেষ বছরের জন্য ইউনিটহোল্ডাররা ২০ দশমিক ৫০ শতাংশ হারে ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে। অর্থাৎ ৩০ জুন, ২০২১ তারিখে যাদের হাতে ফান্ডের ইউনিট ছিল, তারা এ ডিভিডেন্ড পাবেন।
সমাপ্ত অর্থবছরে ফান্ডটির ইউনিটপ্রতি আয় (ইপিইউ) হয়েছে ২ টাকা ৮৮ পয়সা। আগের বছর যার পরিমাণ ছিল ১ টাকা ৯ পয়সা লোকসান ছিল।
শান্তা অ্যাসেট ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে, আলোচ্য বছরে ফান্ডটির রিটার্ন ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচকের রিটার্নের চেয়ে প্রায় ৮ শতাংশ বেশি। গত অর্থবছরে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স এর রিটার্ন ছিল ৫৪ দশমিক ২ শতাংশ। এই সময়ে শান্তা ফার্স্ট ইনকাম ইউনিট ফান্ডে ৬২ দশমিক ৫ শতাংশ রিটার্ন হয়েছে।
বাংলাদেশ সময়: ১১:৪৬ অপরাহ্ণ | বুধবার, ১৪ জুলাই ২০২১
bankbimaarthonity.com | saed khan