নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২৩ আগস্ট ২০২২ | প্রিন্ট | 171 বার পঠিত
ঘোষিত স্টক ডিভিডেন্ড বিনিয়োগকারীদের বিও হিসাবে পাঠিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানি। কোম্পানিগুলো হলো- জনতা ইন্স্যুরেন্স, এনসিসি ব্যাংক ও সাউথইস্ট ব্যাংক লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা যায়, কোম্পানি ৩টির ৩১ ডিসেম্বর ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য ঘোষিত স্টক ডিভিডেন্ড সিডিবিএলের মাধ্যমে আজ ২৩ আগস্ট বিনিয়োগকারীদের বিও হিসাবে প্রেরণ করেছে।
উল্লেখ্য, আলোচ্য অর্থবছরে জনতা ইন্স্যুরেন্স ১১ শতাংশ ডিভিডেন্ড দিয়েছে, এর মধ্যে ৫ শতাংশ স্টক। এনসিসি ব্যাংক ১৬ শতাংশ ডিভিডেন্ড দিয়েছে, এর মধ্যে ৪ শতাংশ স্টক এবং সাউথইস্ট ব্যাংক ১২ শতাংশ ডিভিডেন্ড দিয়েছে। এর মধ্যে ৪ শতাংশ স্টক ডিভিডেন্ড ।
Posted ১২:৪৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৩ আগস্ট ২০২২
bankbimaarthonity.com | saed khan