• ডেঙ্গু নিয়ে মন্ত্রী ও মেয়রের নতুন তত্ত্ব

    বিবিএনিউজ.নেট | ২৬ জুলাই ২০১৯ | ২:৩৬ পিএম

    ডেঙ্গু নিয়ে মন্ত্রী ও মেয়রের নতুন তত্ত্ব
    apps

    এডিস মশার কামড়ে আক্রান্ত হচ্ছেন দেশের অন্য প্রান্তের মানুষেরাও। মশার ভয়ে ঘুম হারাম নগরবাসীর। সতর্ক, সচেতন থেকেও রক্ষা মিলছে না। হাসপাতালগুলোয় ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগীর ভর্তি হওয়ার রেকর্ড ভাঙছে প্রতিদিন।

    ডেঙ্গু আতঙ্ক থেকে রেহাই চাইছে মানুষ। অথচ এমন সময়েই ডেঙ্গু নিয়ে ‘নয়া তত্ত্ব’ দিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এবং ঢাকা দক্ষিণের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

    হঠাৎ করে এডিস মশা বেড়ে যাওয়ার কারণে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে এমনটি উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘এডিস মশার প্রজনন ক্ষমতা রোহিঙ্গাদের মতো, যে কারণে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না।’

    বৃহস্পতিবার রাজধানীর ঢাকা মেডিকেল কলেজের শহীদ মিলন অডিটোরিয়ামে বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন ও ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের যৌথ উদ্যোগে ‘ডেঙ্গুর ট্রেন্ডস অ্যান্ড ম্যানেজমেন্ট আপডেট’ শীর্ষক বৈজ্ঞানিক সেমিনারে এমন মন্তব্য করেন তিনি।


    একই দিনে সকালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন এক অনুষ্ঠানে বলেন, ‘সাড়ে তিন লাখ মানুষ নাকি ডেঙ্গুতে আক্রান্ত! এটি কাল্পনিক তথ্য। ছেলেধরা আর সাড়ে তিন লাখ ডেঙ্গুতে আক্রান্ত একই সূত্রে গাঁথা।’

    ডেঙ্গু নিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এবং মেয়র সাঈদ খোকনের এমন বক্তব্যে বিরক্ত রাজধানীবাসী। প্রতিকারের পরিবর্তে ডেঙ্গুর মতো সিরিয়াস বিষয় নিয়ে মন্ত্রী-মেয়রের এমন অনির্ভরযোগ্য বক্তব্যকে নেতিবাচকভাবেই মূল্যায়ন করছেন অনেকে। তারা বলছেন,মন্ত্রী-মেয়রের বক্তব্য জনগণের সঙ্গে তামাশা ছাড়া আর কিছুই নয়। কী কারণে মশার উপদ্রুপ বাড়ছে, তা নগরবাসীর কাছে পরিষ্কার। শত শত মানুষ আক্রান্ত হচ্ছেন প্রতিদিন। মৃত্যুর ঘটনাও বিগত বছরগুলোর তুলনায় বেশি। অথচ স্বাস্থ্যমন্ত্রী এডিস মশাকে ‘রোহিঙ্গা’ আর মেয়র খোকন ডেঙ্গুরোগীর সংখ্যাকে ‘ছেলেধরা’ গুজবের সঙ্গে তুলনা করেছেন।

    ডেঙ্গুজ্বর নিয়ে একই দিনে মন্ত্রী এবং মেয়রের বিরূপ মন্তব্যে সমালোচনা ঝড় বইছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও।

    আশিক মাহমুদ নামের এক সাংবাদিক তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘ছেলে ধরা, সাড়ে তিন লাখ ডেঙ্গুতে আক্রান্ত একই সূত্রে গাঁথা। জনগণকে সঙ্গে নিয়ে এই ষড়যন্ত্রকারীদের মোকাবিলা করবেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র। মেয়র সাহেব, ডেঙ্গু আর গণপিটুনি খেয়ে মানুষ যদি সব মরেই যায় তাহলে কাকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের মোকাবিলা করবেন? লোক দেশের বাইরে থেকে আমদানি করবেন নাকি?’

    ডেঙ্গু নিয়ে মন্ত্রী-মেয়রের এমন বক্তব্যের বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাওয়া হয় বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমের কাছে। তিনি বলেন, ‘ডেঙ্গুজ্বর মহামারি আকার ধারণ করছে। প্রতিনিয়ত কত সংখ্যক মানুষ হাসপাতালে ভর্তি হচ্ছে, তার খবর মিলছে মিডিয়ায়। অথচ মন্ত্রী, মেয়র যেন রসিকতা করছেন। সরকার গুজবে বিশ্বাসী বলেই সত্যটা আড়াল করতে চাইছে। এটি মানুষের সঙ্গে তামাশা ছাড়া কিছুই নয়।’

    Facebook Comments Box

    বাংলাদেশ সময়: ২:৩৬ পিএম | শুক্রবার, ২৬ জুলাই ২০১৯

    bankbimaarthonity.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    শেখ হাসিনা মিউনিখের পথে

    ১৪ ফেব্রুয়ারি ২০১৯

    November 2023
    S S M T W T F
     123
    45678910
    11121314151617
    18192021222324
    252627282930  
  • ফেসবুকে ব্যাংক বীমা অর্থনীতি