| সোমবার, ০৩ জুন ২০২৪ | প্রিন্ট | 56 বার পঠিত
নিকুঞ্জে ডিএসই টাওয়ারে অবস্থিত আন্তর্জাতিকমানের ডেটা সেন্টারের অব্যবহৃত স্পেস ভাড়া দেয়ার পরিকল্পনা করছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। সোমবার (০৩ জুন) সিটি ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সারের নেতৃত্বে চার সদস্যের একটি টিম ডাটা সেন্টার স্পেস ভাড়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করলে ডিএসইর চেয়ারমান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু এ কথা জানান।
তারা ইউএস ভিত্তিক ক্লাউড ডেল্টা নামক একটি প্রতিষ্ঠান জন্য ডিএসই ডেটা সেন্টার স্পেস ভাড়ার ব্যাপারে ডিএসইর চেয়ারমানের কাছে আগ্রহ প্রকাশ করেন৷
এর প্রেক্ষিতে ডিএসই’র চেয়ারম্যান বলেন, ডিএসই ১০৬ র্যাক বিশিষ্ট আধুনিক ডেটা সেন্টার স্থাপন করেছে। তবে ডেটা সেন্টারের এখনো কিছু উন্নয়নমূলক কার্যক্রম বাকী রয়েছে। উন্নয়নমূলক কাজগুলো দ্রুত সম্পন্ন করে একটি সুনিদিষ্ট গাইডলাইনের মাধ্যমে অব্যবহৃত স্পেস ভাড়া দেয়ার পরিকল্পনা আমাদের রয়েছে৷
উল্লেখ্য, ঢাকা স্টক এক্সচেঞ্জ নিকুঞ্জের ডিএসই টাওয়ারে ১২ নভেম্বর ২০২৩ তারিখে আন্তর্জাতিকমানের স্টেট অব দা আর্ট (State of the art) নতুন ডেটা সেন্টার স্থাপন করেছে৷ ডেটা সেন্টার চালুর পর থেকে বিভিন্ন প্রতিষ্ঠান ডেটা সেন্টার স্পেস ভাড়ার ব্যাপারে ডিএসই কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে আসছে৷
Posted ৫:৩২ অপরাহ্ণ | সোমবার, ০৩ জুন ২০২৪
bankbimaarthonity.com | rina sristy