বিবিএ নিউজ.নেট | ২২ ফেব্রুয়ারি ২০২১ | ৫:৫৫ অপরাহ্ণ
পুঁজিবাজারে তালিকাভুক্ত ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সে বিশেষ নিরীক্ষক নিয়োগ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
আজ সোমবার বিএসইসির সম্মেলন কক্ষে দুবাইয়ে রোড শো পরবর্তী সংবাদ সম্মেলনে বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম এ কথা জানান।
তিনি বলেন, ডেল্টা লাইফের চলমান সমস্যা নিয়ে আইডিআরএ চেয়ারম্যান এবং বীমা কোম্পানি কর্তৃপক্ষ আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। সবকিছু মিলিয়ে দুই পক্ষের দুই রকম বক্তব্য মনে হয়েছে।
এখন আমাদের দায়িত্ব হচ্ছে সঠিক বিষয়টি বের করে আনা। এজন্য বিশেষ নিরীক্ষক নিয়োগ দিয়েছি।
বাংলাদেশ সময়: ৫:৫৫ অপরাহ্ণ | সোমবার, ২২ ফেব্রুয়ারি ২০২১
bankbimaarthonity.com | rina sristy