সামসুদ্দীন চৌধুরী | ১৩ জানুয়ারি ২০১৯ | ১০:৫৪ পূর্বাহ্ণ
ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) ২০১৭-১৮ অর্থবছরের বার্ষিক সাধারণ সভা ১২ জানুয়ারী শনিবার, পিএসসি কনভেনশন হল, পুলিশ স্টাফ কলেজ, মিরপুর-১৪, ঢাকায় অনুষ্ঠিত হয়। ডেসকো বোর্ডের চেয়ারম্যান মোঃ মাহবুব-উল-আলম, এনডিসি, অতিরিক্ত সচিব, বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বোর্ডের পরিচালকবৃন্দ, ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক ও নির্বাহী পরিচালক এবং কোম্পানি সচিবের উপস্থিতিতে শেয়ারহোল্ডারবৃন্দ অংশগ্রহণ করেন। সভায় শেয়ারহোল্ডারদের জন্য ১০ টাকা মূল্য মানের প্রতিটি শেয়ারের বিপরীতে ১০% হারে ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করা হয়।
ডেসকোর চেয়ারম্যান ডেসকোর ওপর আস্থা রেখে বিনিয়োগ করার জন্য শেয়ারহোল্ডারদের ধন্যবাদ জানিয়ে বলেন, আগামী বছরগুলোতেও ডেসকো তার সাফল্য ধরে রাখার চেষ্টা অব্যাহত রাখবে। সভায় উপস্থিত শেয়ারহোল্ডারগণ আলোচ্য অর্থবছরে বিভিন্ন কার্যক্রমের ওপর আলোচনা ও পরামর্শ প্রদান করে বক্তব্য রাখেন।
বাংলাদেশ সময়: ১০:৫৪ পূর্বাহ্ণ | রবিবার, ১৩ জানুয়ারি ২০১৯
bankbimaarthonity.com | Sajeed