বিবিএনিউজ.নেট | ২৯ ডিসেম্বর ২০১৯ | ১:১৬ অপরাহ্ণ
আসন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে অংশ নেওয়ার জন্য ৫৪ জনকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। একইসঙ্গে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনের জন্য মনোনয়ন দেওয়া হয়েছে ৭৫ জনকে।
রোববার সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তাদের নাম ঘোষণা করেন।
এর আগে দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনের জন্য মেয়র প্রার্থী হিসেবে ঢাকা-১০ আসনের সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস ও ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে ফের আতিকুল ইসলামের নাম ঘোষণা করে আওয়ামী লীগ।
এর আগে, দলের মেয়র ও কাউন্সিলর প্রার্থী নির্বাচনে শনিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের বৈঠক হয়। সেসময় চূড়ান্ত প্রার্থীদের নাম জানানো হয়নি।
বৈঠক শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, রোববার সকাল ১১টায় ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে মেয়র ও কাউন্সিলরদের নাম ঘোষণা করা হবে।
বাংলাদেশ সময়: ১:১৬ অপরাহ্ণ | রবিবার, ২৯ ডিসেম্বর ২০১৯
bankbimaarthonity.com | Sajeed