বিবিএনিউজ.নেট | ২২ জুলাই ২০২০ | ৩:২৫ অপরাহ্ণ
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় এক লাখ চারা গাছ রোপণ করা হবে বলে জানিয়েছেন ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
আজ বুধবার নগর ভবন প্রাঙ্গণে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন শেষে ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপস এ কথা বলেন।
অন্যদিকে গত ২০ জুলাই ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামও ঘোষণা দিয়ে বলেন, চলতি বর্ষা মৌসুমে প্রতিটি ওয়ার্ডে কমপক্ষে ১ হাজার গাছ লাগানো হবে।
গত সোমবার মিরপুরে ১০ নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত ডিএনসিসির দ্বিতীয় কর্পোরেশন সভায় তিনিও এমন ঘোষণা দেন।
বাংলাদেশ সময়: ৩:২৫ অপরাহ্ণ | বুধবার, ২২ জুলাই ২০২০
bankbimaarthonity.com | Sajeed