| বুধবার, ২৬ এপ্রিল ২০২৩ | প্রিন্ট | 201 বার পঠিত
ঢাকা ব্যাংকে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে সম্প্রতি পদোন্নতি পেয়েছেন দারাশিকো খসরু।
তিনি ঢাকা ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চিফ রিস্ক অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
খসরুর প্রায় তিন দশকের পেশাদার ব্যাংকিং অভিজ্ঞতা রয়েছে।
তিনি এবি ব্যাংকে তার কর্মজীবন শুরু করেন। এরপর ১৯৯৫ সালে ঢাকা ব্যাংকে যোগদান করেন। ঢাকা ব্যাংকে বিভিন্ন মেয়াদে খসরু ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।
খসরু সফলভাবে অর্থ ও হিসাব বিভাগের প্রধান হিসেবে নেতৃত্ব দেন এবং ব্যাংকের চিফ ফাইন্যান্সিয়াল অফিসারের (সিএফও) দায়িত্ব পালন করেন।
বর্তমানে তিনি ব্যাংকের চিফ রিস্ক অফিসার হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি জিএসডি ও প্রকৌশল বিভাগের তত্ত্বাবধানে দায়িত্ব পালন করছেন।
খসরু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (বিজ্ঞান) ও একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেছেন।
Posted ২:২১ অপরাহ্ণ | বুধবার, ২৬ এপ্রিল ২০২৩
bankbimaarthonity.com | rina sristy