
বিবিএনিউজ.নেট | মঙ্গলবার, ২৬ ফেব্রুয়ারি ২০১৯ | প্রিন্ট | 973 বার পঠিত
ঢাকা স্কুল অব ইকনোমিকসের পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন এন্ট্রি-পিউনারশিপ ডেভেলপমেন্টের ছাত্রছাত্রীদের উদ্যোগে উদ্যোক্তা অর্থনীতির রিসার্চ মনোগ্রাফের প্রকাশনা উৎসব সম্প্রতি অনুষ্ঠিত হয়। রিসার্চ মনোগ্রাফটি সম্পাদনা করেছেন উদ্যোক্তা অর্থনীতির প্রোগ্রাম কোর্ডিনেটর প্রফেসর ড. মুহম্মদ মাহবুব আলী।
প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- ড. কাজী খলীকুজ্জমান আহমদ এবং বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশের এক্রপোর্ট অ্যাসোসিয়েশনের সিনিয়র সভাপতি মোহাম্মদ হাতেম, ট্রাস্ট ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক হুমায়ারা আজম এবং অস্ট্রোলিয়ার গ্রীফিথ বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন সহযোগী অধ্যাপক মোয়াজ্জেম হোসেন।
প্রফেসর ড. কাজী খলীকুজ্জমান আহমদ বলেন, পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট কর্মমুখী ও সৃজনশীল শিক্ষা এবং বেকারত্ব ঘোচানোর লক্ষ্যে করা হয়েছে।
প্রফেসর ড. মুহম্মদ মাহবুব আলী সরকার প্রধানকে দেশে উদ্যোক্তা উন্নয়নের জন্য বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণের জন্য ধন্যবাদ জানান।
Posted ৫:৫৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৬ ফেব্রুয়ারি ২০১৯
bankbimaarthonity.com | Sajeed