
বিবিএ নিউজ.নেট | শনিবার, ০৬ মার্চ ২০২১ | প্রিন্ট | 303 বার পঠিত
তরুণ জনগোষ্ঠীর দক্ষতা বৃদ্ধি ও সম্ভাবনা কাজে লাগানোর মাধ্যমে দেশের ভবিষ্যৎ অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে বিভিন্ন প্রোগ্রাম ডিজাইন করতে একসঙ্গে কাজ করবে গ্রামীণফোন ও ইউএনডিপি।
সম্প্রতি এ বিষয়ে প্রতিষ্ঠান দুটোর মধ্যে একটি একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। গ্রামীণফোনের ভারপ্রাপ্ত সিইও এবং সিএফও ইয়েন্স বেকার ও ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি সুদীপ্ত মুখার্জি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ এমওইউতে স্বাক্ষর করেন।
এ বিষয়ে ইয়েন্স বেকার বলেন, এ এমওইউ বাংলাদেশের তরুণদের জন্য অর্থনৈতিক ও শিক্ষার সুযোগ বৃদ্ধিতে ভূমিকা রাখতে গ্রামীণফোনকে সুযোগ করে দেবে। ইউএনডিপি ও সরকারের অংশীদারদের সঙ্গে সহযোগিতার মাধ্যমে এ ধরনের প্রোগ্রামগুলোর ডিজাইন ও বাস্তবায়ন অনেক বৃদ্ধি পেয়েছে।
অনুষ্ঠানে সুদীপ্ত মুখার্জি বলেন, কভিড-১৯-এর কারণে সৃষ্ট পরিস্থিতির সঙ্গে বাংলাদেশ মানিয়ে নিচ্ছে। এ অবস্থায় গ্রামীণফোনের সঙ্গে এ ধরনের সহযোগিতামূলক উদ্যোগ বৈশ্বিক মহামারীর কারণে হওয়া পরিস্থিতির পুনরুদ্ধারে বাংলাদেশের তরুণদের সাহায্য করবে এবং ২০৩০ সালের মধ্যে দ্রুততার সঙ্গে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সহায়ক ভূমিকা রাখবে।
Posted ৫:০৪ অপরাহ্ণ | শনিবার, ০৬ মার্চ ২০২১
bankbimaarthonity.com | rina sristy